1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ভূমি মেলা -২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত “বরগুনায়” পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২ জন প্রাথমিকভাবে মনোনীত – “ইব্রাহিম খলিল”। নামেই প্রথম শ্রেণির পৌরসভা, নাগরিক সুবিধা একেবারে অপ্রতুল চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক বরগুনায় জলবায়ু সুশাসন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনার সদর থানার মামলায় সম্ভুর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার পলাতক আসামী জুলহাস মিয়া গ্রেফতার।  গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে বাক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা শিক্ষাঙ্গনে বন্ধুত্বের চমক: পিটিআই ইনস্ট্রাক্টর হয়ে এলেন স্কুল জীবনের বান্ধবী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে রুপসা শ্রমিক দলের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সন্মেলন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাইরুন নাহার এর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে গত সপ্তাহে গৃহবধূ খাইরুন নাহার হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেছেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, হত্যার ঘটনার সাতদিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। তারা বলেন, ঘটনার রাতেই গৃহবধূ খাইরুন নাহারের স্বামী তাজমুল হকসহ আরো ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু আজও কোনো আসামী গ্রেফতার হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশি তৎপরতার অভাবের ইঙ্গিত দেয়।
খাইরুন নাহারের পরিবার দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল, বিশেষ করে সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। তারা অভিযোগ করেছেন, স্বামী তাজমুল হক, শাশুড়ি দরিফন বেগম এবং চাচি শাশুড়ি দুলালি বেগম সরাসরি নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ন মামলা এবং আমরা আশা করছি খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে, মানববন্ধন চলাকালে নিহতের পরিবার ও স্থানীয় জনগণ দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে তাগিদ দিয়েছেন এবং একইসাথে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন। এলাকাবাসী তাদের দাবির বিষয়ে দৃঢ় প্রত্যয়ী এবং তারা হত্যাকাণ্ডের সঠিক বিচার চাচ্ছেন।
এ সময় মানববন্ধনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন – বালিয়াডাঙ্গী উপজেলার প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন সহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ ।

শেয়ার করুন

আরো দেখুন......