মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর এলাকায় একটি বাসায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ২০১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর এলাকায় নাছিমা টাওয়ার এর ৩য় তলায় ৩০২ নং রুম এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী মোঃ খোকন
রানা (৩০), পিতা- মোঃ জসীম উদ্দিন মিস্ত্রী, সাং- লালদিয়ার চর, থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে উক্ত রুমের ওয়্যারড্রপ এর ভিতর হতে বিশেষ কৌশলে রক্ষিত ০৮টি পলিথিনের প্যাকেটে ১ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।