মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসয়ী ও সেবনকারীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ২৩৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ধোপার দিঘীরপাড় এলাকার র্যাবের একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি টেম্পু গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত টেম্পুটি না থামিয়ে দুইজন ব্যক্তি কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ আল আমিন(২৪), পিতাঃ মৃত মোঃ কবির, সাং- পশ্চিম চানপুর, থানা- ভুজপুর, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ জাকির হোসেন(২৬), পিতাঃ মোঃ নজরুল ইলাম, সাং- আছালং ডিবি পাড়া, থানাঃ
মাটিরাঙ্গা, জেলাঃ খাগড়াছড়ি’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে টেম্পুর ভিতরে থাকা ০২টি বাজারের ব্যাগ থেকে মোট ১০০ বোতল ফেনসিডিল এবং পলিথিন দ্বারা বিশেষ কৌশলে রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।