মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
অপরাধ অনুসন্ধান ডেস্ক:
————————————–
সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও রোড ক্র্যাশের ঝুঁকি কমানোর লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘সড়ক নিরাপত্তা ডেটা সেল’ চালু করেছে, যা সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের কাজ করবে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’র (বিআইজিআরএস) অংশ হিসেবে এবং ভাইটাল স্ট্র্যাটেজিস-এর সহায়তায় সিএমপি সেলটি চালুর উদ্যোগ নেয়। রোড ক্র্যাশ প্রতিরোধে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সেলটি গঠন্ করা হয়েছে। বাংলাদেশের কোনো পুলিশ ইউনিটের অধীনে এটি প্রথম সড়ক নিরাপত্তা তথ্য সেল।
অদ্য ১৩ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় সিএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং (ক্রাইম ও অপস.) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এই সেল প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনার ধরণ, কারণ ও ঝুঁকিগুলো আরও ভালোভাবে চিহ্নিত করতে পারবো। আশা করি, কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা তাদের অর্জিত জ্ঞানকে মাঠপর্যায়ে কাজে লাগিয়ে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।’
কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার ‘সড়ক নিরাপত্তা ও ডেটাবেজ – বেস্ট প্র্যাকটিসেস’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। এরপর ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার (রোড ক্র্যাশ সার্ভেইল্যান্স) মাইরিক পালা দুর্ঘটনার তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা, বিশ্লেষণ ও ম্যাপিং বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন। কর্মশালাটি সমন্বয় করেন বিআইজিআরএস সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ এবং সহায়তা করেন বিআইজিআরএস এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার-এর তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা সেলটি পরিচালনা করবেন সহকারী পুলিশ কমিশনার (অপরাধ) মো. নুরুল ইসলাম সিদ্দিক। কর্মশালায় সব থানা ও সদর দপ্তর থেকে মোট ৩৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
নতুন সড়ক নিরাপত্তা তথ্য সেল সড়ক দুর্ঘটনার তথ্য নিয়মিত সংগ্রহ করবে ও একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করবে। সেই সাথে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করবে এবং নিয়মিত প্রতিবেদন প্রকাশ করবে। এই প্রতিবেদনকে কাজে লাগিয়ে ঝুঁকিপূর্ণ সড়কে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা, সড়কের গুণগত মান নিশ্চিত করা, এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়াও এসব তথ্য কাজে লাগিয়ে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), অন্যান্য সরকারি সংস্থা, এবং বেসরকারি সংগঠনের সাথে সমন্বয় করে তথ্যভিত্তিক সড়ক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করবে। উল্লেখ্য যে, গতবছর সিএমপি এবং চসিকের মধ্যে একটি তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই সেল উক্ত চুক্তির আওতায় দুর্ঘটনার তথ্য ভাগাভাগি করবে।