মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
সোহরাব বরগুনা প্রতিনিধি:
বেতাগী উপজেলার পূর্ব বুরামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ১৪৩২ বঙ্গাব্দের বর্ষবরণ ও বৈশাখী মেলা। “এসো হে বৈশাখ” এই চিরন্তন আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন।
৫নং বুড়া মজুমদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বশির উল্লাহ বাশার-এর সভাপতিত্বে মেলাটি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক মোঃ এ হুমায়ুন কবির।
আয়োজনে আরও অংশগ্রহণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। দিনব্যাপী মেলায় ছিল লোকজ সংস্কৃতির নানা আয়োজন, স্থানীয় পণ্যের স্টল, হস্তশিল্প প্রদর্শনী ও ঐতিহ্যবাহী খাবার সামগ্রী।
মেলায় সাংস্কৃতিক পরিবেশনা অংশে দর্শকদের মন জয় করেন দেশের বরেণ্য রেডিও ও টেলিভিশনের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মুন মোনালিসা ও জসীমউদ্দীনসহ আরও অনেক শিল্পী।
উপস্থিত দর্শকদের মধ্যে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বৈশাখী আনন্দে মেতে ওঠেন। দিনব্যাপী এই উৎসব নতুন বছরের বার্তা নিয়ে আশার আলো ছড়িয়ে দেয় পুরো এলাকায়।