মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পৃথক চারটি অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী হেলাল উদ্দিন মানিক ও মোঃ এমরান আটক। এছাড়া হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ হোসেন এবং ধর্ষণ মামলার পলাতক আসামী রাইমন আলী রাসেলকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।*
এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল এবং অদ্য ১৪ এপ্রিল ২০২৫ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকা হতে হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ এমরান (৪৫) ও ভুজপুর থানা এলাকা হতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হোসেন প্রকাশ হোসেন (৪৫) এবং কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে আনোয়ারা থানার আলোচিত শাশুড়ী হত্যা মামলার প্রধান আসামী জামাতা হেলাল উদ্দিন মানিক’কে এবং সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক আসামী রাইমন আলী রাসেলদের গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার মামলা নং-১১, তারিখঃ ০৯ মার্চ ২০২৫ ইং ধারাঃ ৩০২ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হেলার উদ্দিন মানিক কক্সবাজার জেলার কক্সবাজার সদর মডেল থানাধীন হোটেল-মোটেল জোন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেলাল উদ্দিন মানিক মানিক (২৪), পিতা-মোঃ আব্দুল ফরিদ, সাং-ওষখাইন পূর্ব পাড়া, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামালার এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং গত ০৯ মার্চ ২০২৫ইং তারিখে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন ওষখাইন পূর্বপাড়া বেড়িবাধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ী রশিদা বেগমকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৩২, তারিখঃ ২৮ মার্চ ২০২৫ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ এমরান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন সুলতান মুন্সিপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমিানিক ২০০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আসামী এমরান (৪৫), পিতা- নুরুল আলম নুর, সাং-মাহমুদাবাদ, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামালার ০১নং এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং গত ২৬ মার্চ ২০২৫ইং তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন হাতিলোটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে এলাকা ছেড়ে আত্মগোপন করে।
গ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা নং-৯(১)০২ ধারাঃ ৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ হোসেন প্রকাশ হোসেন চট্টগ্রাম জেলার ভুজপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ০১১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রা জেলার ভুজপুর থানাধীন কবিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হোসেন প্রকাশ হোসেন (৪৫), পিতা-সুলতান আহম্মদ, সাং-ভুজপুর কবিরপাড়া, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মামলা নং-০৭, তারিখ ১৬ জানুয়ারি ২০২৫ইং ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৭/৯(১)/৩০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী রাইমন আলী রাসেল সিলেট জেলার ওসামানী নগর থানাধীন বুরঙ্গা বাজার এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ০০২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-০৯ সিলেট এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাইমন আলী রাসেল (২২), পিতা-মৃত তসন আলী, সাং-গুরঙ্গা, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।