শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
ঢাকা ব্যুরো:
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে মায়ানমারের পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। প্রায় ১২০ টন ত্রান সামগ্রী নিয়ে মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছায় জাহাজটি। বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে।
বাংলাদেশ থেকে প্রেরিত ত্রান সামগ্রী ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মায়ানমারের অসহায় জনগণের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা যায়।