অপরাধ অনুসন্ধান ডেস্ক;
-------------------------------------------------------
আমি ভোটের অধিকার চাইবো এবং ভোটের অধিকার নিশ্চিত করে আমি আমার জনপ্রিয়তা কতটুকু আছে সেটা যাচাই করবো ইনশাআল্লাহ। এটা আমি আজকে ঘোষণা দিতে চাই সবার সামনে।
অনেকে আমাকে বলেছে, “আপনার তো পাঁচ বছর মেয়াদ, যেহেতু গত মেয়রের বৈধতা নেই। আপনি কেন সাড়ে তিন বছরে চলে যাবেন? আবার আবেদন করেন, পেয়ে যাবেন।”
আমি বলেছি, না।
এই ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। এই অধিকার সকলের থাকা উচিত।
নির্ভয়ে, নিশ্চিন্তে, জনগণ যেন ভোট দিতে পারে — এটিই আমার চাওয়া।
আমাকে যদি আবার মেয়র হিসেবে পছন্দ হয়, আপনারা ভোট দেবেন।
আর যদি মনে করেন আমি যোগ্য নই, তাহলে ভোট দেবেন না —
আমি তবুও একজন বিএনপি কর্মী হিসেবে আপনাদের পাশে থাকবো, আন্দোলনে থাকবো।
আমার কোনো ভয় নেই।
জনগণের জন্য রাজনীতি করেছি, জনগণকে বিশ্বাস করি।
আমরা চাই:
ভোটের অধিকার,
মৌলিক অধিকার,
কথা বলার স্বাধীনতা।
— ডা. শাহাদাত হোসেন
মাননীয় মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশন