শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া সদরের মালগ্রামে অজ্ঞাত দুষ্কৃতকারী কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ০১ জন গুরুতর আহত
আজ বুধবার ০২/০৪/২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় বগুড়া সদরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় তোজাম্মেল হোসেন, (৫৫), পিতা- আব্দুল বাসেত সরকার, সাং -মালগ্রাম উত্তরপাড়া, থানা -বগুড়া সদর, জেলা – বগুড়া।
অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর আহত করেন।আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার উদ্দেশ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১১:০০ ঘটিকায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তির করে।
এলাকা সু ত্রে জানা যায় চাঁদাবাজি সংক্রান্ত কারনে ঘটনাটি সংঘটিত হয়েছে।
আহত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।