শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
ফাতেমাজ্জহরা (লবন্য),বিশেষ প্রতিনিধি:
নরসিংদী সদর হেমন্দ্র সাহার মোড়ে অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে ( ২) দুই পক্ষের ৪ জন আহত হয়,৩১ মার্চ ২০২৫ইংরেজি তারিখ রোজ সোমবার ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
অটোচালক রামজান মিয়া (৪৭) কে পিতা- জয়ধর আলী, সাং- বানিয়াছল নরসিংদী সদর, অটোচালক ফয়সাল (২২) কে পিতা- মোকলেছ মিয়া, সাং- সাটিরপাড়া, নরসিংদী সদর, এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। হঠাৎ
অটোচালক রমজানের ছেলে রিফাত (১৮, ধারালো অস্ত্র দিয়ে ফয়সালের উপর অতর্কিত আক্রমন করলে পরবর্তীতে ফয়সাল তার গাড়িতে থাকা রড দিয়ে পাল্টা আঘাত করে রমজান, রিফাত ও মোটরসাইকেল আরোহী মুহিন (১৮,) কে আলাল মিয়া, সাং- বানিয়াছল, সকলে -ই গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।