শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতা নবিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সদস্য এম এ সামাদ বাবু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবু সাইদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ দপ্তর সম্পাদক মোঃ মামদুদুর মোস্তাকিন নিশাত, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনর রশীদ হারুন এপিপি, জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক এ্যাড. রুহুল আমিন ফারুক, ক্ষেতলাল পৌর বিএনপির সদস্য খুরশিদ আলম চৌধুরী, মতিয়র রহমান, ক্ষেতলাল উপজেলা বিএনপি নেতা নুরুজ্জামান মৃধা, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, কালাই যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সদস্য এফতাদুল হক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আলম, শপিক, জেলা মহিলা দলের নেত্রী নুর জাহান হ্যাপি, মনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।