শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
মোঃ মাসুদ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শেখেরচর বাবুরহাটে এক নারীকে দিনের আলোতে চোর সাব্যস্ত করে দোকানের মালিক ও কর্মচারী মিলে ওই নারীকে ওপেন বাজারের মেইন সড়কে ফেলে কিল ঘুসি লাথি ও চুলের মুঠো ধরে গুরুতর আহত করে ।
৯ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ রোজ রবিবার দুপুরে নরসিংদী সদর শেখের চর ফাঁড়ির নিকটস্থ বাবুরহাটে এই ঘটনাটি ঘটেছে বনে জানা যায়।
ৃ
কাপড় ব্যবসায়ী এক নারী ক্রেতাকে চোর ভেবে, একজন নারীকে প্রকাশ্য রাস্তায় ফেলে চুলের মুঠো ধরে আঘাতের পর আঘাত হানে। অসহায় , নারী ক্রেতা মাটিতে লুটিয়ে পড়ে,তার পরেও রেহাই পাইনি হায়নাদের হাত থেকে। নারী ক্রেতার শরীরে যারা আঘাত করেন তাদের চারজনের পরিচয় পাওয়া গেছে তারা হলো
১/মোঃঅলিউল্লাহ বালুসাইর
২/ মোঃ ফয়সাল, আব্দুল্লাহপুর
৩/মোহাম্মদ জয়, শেখেরচর
৪/মোহাম্মদ কাউসার শেখেরচর বাবুরহাট,
বাংলাদেশের মধ্যে সর্ব বৃহত্তম পাইকারি কাপড়ের হাট নরসিংদী শেখেরচর বাবুরহাটে
রয়েছে বাজারের মধ্যে স্থলে একটি পুলিশ ফাঁড়ি এবং বণিক সমিতি ও অসংখ্য নিরাপত্তা বাহিনী।
শেখের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন ফয়সাল নামে একজনকে গ্রেপ্তার করেছি বাকিরা এখনো গ্রেপ্তার হয়নি।
সাধারণ মানুষ বলেন
অসংখ্য নিরাপত্তা বাহিনী তারা কি করেন, কোথায় থাকেন, দূর দূরান্ত থেকে আশা বিক্রেতা ও ক্রেতার নিরাপত্তা কোথায় জানতে চায় সাধারণ ব্যবসায়ীরা
এ বিষয় জানতে , বণিক সমিতির সভাপতি মোঃবোরহান উদ্দিনকে তার মুঠোফোন বারবার ফোন দেওয়া সত্বেও ফোনটি নন রিসিভ হয়।