1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসী কোন স্থান হবে না -আজিজুল বারি হেলাল সাতক্ষীরার নাবালিকা ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬ খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের নতুন কমিটি ঘোষণা বটিয়াঘাটা সুরখালি ইউনিয়নে জায়ামাত ইসলামী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইপিজেড পুরাতন থানার সামনে ফুটপাত সড়কে টাইলস লাগানো কাজে অনিয়ম – দেখার যেন কেউ নেই। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ৮০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা র‍্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে হত্যা এবং ডাকতি সহ ১৬টি মামলায় পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জালাল মিয়া প্রকাশ স্প্রিং জালাল গ্রেফতার। র‍্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার সোহাগ হত্যা মামলার আসামী মহিউদ্দিন প্রকাশ মাইন উদ্দিন ন গ্রেফতার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় পলাতক আসামী লুৎফর রহমান গ্রেফতার। 

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব নির্বাচনে প্রতাপ সভাপতি,ইন্দ্রজিৎ সম্পাদক, ক্যাশিয়ার তরিক নির্বাচিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩ টায় উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক পরিতোষ কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা প্রেসক্লাব’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সদস্য সচিব শাওন হাওলাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রতাপ ঘোষ,সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মোস্তফা বিলাল,গাজী তরিকুল ইসলাম, সদস্য পরাগ রায়, রিপন রায় প্রমূখ । সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচনে ১৭ টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি হলেন প্রতাপ ঘোষ (পূর্বাঞ্চল) সিঃ সহ-সভাপতি পরিতোষ রায়( দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সভাপতি এস এম এ ভূট্টো( অনির্বাণ), সহ-সভাপতি গৌরদাস ঢালী (ভয়েস টাইগার),সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ টিকাদার( যায়যায়দিন ও দৈনিক খুলনা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার( যুগান্তর ও প্রবর্তন) , কোষাধ্যক্ষ পদে গাজী তরিকুল ইসলাম ( বাংলার খবর ও সকালের সময়),আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিল্লাল ( বাংলাদেশ সময়), সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায় ( খুলনা টাইমস), দপ্তর সম্পাদক রিপন রায় ( দেশ সংযোগ),নির্বাহী সদস্য যথাক্রমে দিগন্ত মল্লিক (দৈনিক তথ্য), নিখিলেশ গাইন( দেশ সংযোগ), নিতিশ বাছাড়( আজকের তথ্য) , সুদীপ্ত বিশ্বাস শুভ ( দৈনিক সংযোগ প্রতিদিন)প্রমূখ।অপরদিকে বটিয়াঘাটা প্রেসক্লাব থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত আরিফুজ্জামান দুলু (দৈনিক রানার),মহিদুল ইসলাম শাহীন (আমার সংবাদ, নিউএজ ও খুলনা প্রতিদিন),হিরামন সাগর (আজকের পত্রিকা ও বিডি নিউজ),মোঃ মনিরুজ্জামান (দৈনিক প্রবাহ),কাজি আতিক (খুলনাঞ্চল),অজিত কুমার রায় সহ ১০ জন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবে যোগদান এবং দীর্ঘদিন যাবত এ উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত আরও ৩ জন সাংবাদিক সর্বমোট ১৩ জন সাংবাদিক যোগদান সহ সদস্যপদ প্রাপ্তির জন্য নব-নির্বাচিত কমিটির কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করেছে আহবায়ক কমিটি।

শেয়ার করুন

আরো দেখুন......