বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩ টায় উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক পরিতোষ কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা প্রেসক্লাব’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সদস্য সচিব শাওন হাওলাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রতাপ ঘোষ,সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মোস্তফা বিলাল,গাজী তরিকুল ইসলাম, সদস্য পরাগ রায়, রিপন রায় প্রমূখ । সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচনে ১৭ টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি হলেন প্রতাপ ঘোষ (পূর্বাঞ্চল) সিঃ সহ-সভাপতি পরিতোষ রায়( দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সভাপতি এস এম এ ভূট্টো( অনির্বাণ), সহ-সভাপতি গৌরদাস ঢালী (ভয়েস টাইগার),সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ টিকাদার( যায়যায়দিন ও দৈনিক খুলনা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার( যুগান্তর ও প্রবর্তন) , কোষাধ্যক্ষ পদে গাজী তরিকুল ইসলাম ( বাংলার খবর ও সকালের সময়),আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিল্লাল ( বাংলাদেশ সময়), সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায় ( খুলনা টাইমস), দপ্তর সম্পাদক রিপন রায় ( দেশ সংযোগ),নির্বাহী সদস্য যথাক্রমে দিগন্ত মল্লিক (দৈনিক তথ্য), নিখিলেশ গাইন( দেশ সংযোগ), নিতিশ বাছাড়( আজকের তথ্য) , সুদীপ্ত বিশ্বাস শুভ ( দৈনিক সংযোগ প্রতিদিন)প্রমূখ।অপরদিকে বটিয়াঘাটা প্রেসক্লাব থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত আরিফুজ্জামান দুলু (দৈনিক রানার),মহিদুল ইসলাম শাহীন (আমার সংবাদ, নিউএজ ও খুলনা প্রতিদিন),হিরামন সাগর (আজকের পত্রিকা ও বিডি নিউজ),মোঃ মনিরুজ্জামান (দৈনিক প্রবাহ),কাজি আতিক (খুলনাঞ্চল),অজিত কুমার রায় সহ ১০ জন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবে যোগদান এবং দীর্ঘদিন যাবত এ উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত আরও ৩ জন সাংবাদিক সর্বমোট ১৩ জন সাংবাদিক যোগদান সহ সদস্যপদ প্রাপ্তির জন্য নব-নির্বাচিত কমিটির কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করেছে আহবায়ক কমিটি।