1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

গোপালগঞ্জে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ জন দেখেছেন

পীর তানভীর শেখ,জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ:

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত বিশেষ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান – এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সরকারি কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজি) মিঞা মোঃ আশরাফুল আলম, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ- এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়া, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ, গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি,  গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস সহ বিভিন্ন ব্যবসায়িক ডিলার ও গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জ বড় বাজার সহ জেলার বিভিন্ন বাজারে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা সহ বেশি বিক্রিত পণ্য সামগ্রী বিশেষ করে সয়াবিন তেল, ছোলা, বেসন, আমদানি করা খেজুর, মুড়ি সহ অন্যান্য নিত্য পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে জেলায় উৎপাদিত মুড়িতে কোন ধরনের ক্ষতিকারক ইউরিয়া সার/ কেমিক্যাল এবং বেসনে পচা ডাল/গম না মেশানোর অনুরোধ জানান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলায় বেশি বেশি করে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া সহ পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং জাল টাকার ব্যবহার রোধে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অতি সম্প্রতি গোপালগঞ্জ জেলা বিএসটিআই -এর কর্মকর্তা- কর্মচারী মার্কেট তদারকিকালীন সময়ে গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদেরকে নির্ভয়ে দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার অনুরোধ জানান জেলা প্রশাসক। সভায় জুয়েলারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না মর্মে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় সেই সাথে আটক জুয়েলারি ব্যবসায়ীকে দ্রুত কারামুক্ত করার দাবি জানান ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন।

উল্লেখ্য, এ ঘটনায় দায়েরকৃত মামলায় গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হুসাইন জুয়েলার্স এর স্বত্বাধিকারী এহসান  হুসাইন বর্তমানে জেল হাজতে রয়েছেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আগামী ৭ দিন বা তার আগেই এ সমস্যার সমাধান করবেন বলে উপস্থিত ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো দেখুন......