শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জরুরী কার্যবিবরণী শিক্ষক সমিতির ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে
বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ও জুম মিটিং (হাইব্রিড) এর মাধ্যমে সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সাধারণ সভা অত্র শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও শিক্ষার্থীদের নির্মমভাবে আহত করার ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঢোকানোর অপচেষ্টা ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সাথে আহত শিক্ষার্থী এবং ছাত্রদের পাশে দাঁড়াতে গিয়ে আহত শিক্ষকদের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করা হয়। সভায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিরাপত্তা দিতে না পারার কারণ হিসাবে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। ভাইস-চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই এবং সিনিয়র অনেক শিক্ষকবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার সহযোগিতা চাওয়ার পরেও কোন সহযোগিতা না পাওয়ায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এর ফলেই বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদের মাঝে ভুল বোঝাবুঝি ও অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ছাত্রদের সাথে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতায় কাজ করতে গিয়ে কিছু কিছু ছাত্রদের দ্বারা ভাইস-চ্যান্সেলরসহ অনেক সাধারণ শিক্ষকদের সাথে অশোভন আচরন ও নিগৃহীত হওয়ার বিষয়ে উৎকণ্ঠা ও
নিন্দা প্রকাশ করেন। শিক্ষকবৃন্দ একদিকে রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়া, অন্যদিকে ছাত্রদের আস্থা হারানোয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হওয়া এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের নিরাপত্তা জনিত আশঙ্কার কথা ব্যক্ত করেন।