শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং (মঙ্গলবার) মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও নগরীর গনক পাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেথেম খাঁ মসজিদের পাশে জাদুঘর মোড়ে জড়ো হতে থাকে, পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গনক পাড়া মোড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান আর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন । পরিশেষে আজকের বিক্ষোভ সমাবেশে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রধান অতিথি বাংলাদেশ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর নায়েব আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও আব্দুস সামাদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক, মোহাম্মদ কামরুজ্জামান, নুরুজ্জামান লিটন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাইনুল ইসলাম, অধ্যাপক এমকেএম সরোয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, হাফেজ নুরুজ্জামান, কামরুজ্জামান
সোহেল, মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি শামীম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।