শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
অভিযোগকারী জানান যে,আমি ইমন হোসেন (২৪), পিতা- মোঃ আলাল মিয়া, মাতা-মোসাৎ উম্মে কুলসুম, সাং- পলাশ বালুচরপাড়া, পোঃ পলাশ-১৬১০, উপজেলাঃ পলাশ, জেলাঃ নরসিংদী। এই মর্মে বক্তব্য দিতেছি যে, গত ০১-০২-২০২৫ খ্রি: সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় আমার স্ত্রী জাকিয়া (২২) পিতা- আলমাছ, সাং পলাশ বালুচরপাড়া, উপজেলাঃ পলাশ, জেলাঃ নরসিংদী আমি ঘুমিয়ে থাকাবস্থায় আমার ঘরে থাকা গাড়ী বিক্রির ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, স্বর্নের চেইন একজোড়া কানের বালি যাহার মূল্য অনুমান ১,০০,০০০ (এক লক্ষ) টাকা চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করিয়া তাহার কোন খবর না পাইয়া বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদেরকে অবগত করিয়া স্হানীয় পলাশ থানায় একখানা অভিযোগ দায়ের করিয়াছি।
ইমন হোসেন এর অভিযোগ কপি
তিনি আরো জানায় আমি জাকিয়া আক্তার তালাক দিয়েছি, তার সাথে আমার আর কোন সম্পর্ক নেই।
ইমন হোসেন এর দেয়া তালাক নামার কপি
তাই বিষয়টি পত্রিকার মাধ্যমে প্রকাশ করিয়া দেশবাসীকে জানাইয়া রাখিতে চাই।
তিনি আরো বলেন এ বিষয় আমি স্হানীয় প্রশাসন এর সহযোগীতা কামনা করছি।
এ বিষয় ইমন এর স্ত্রী জাকিয়া আক্তার এর নিকট মূঠো ফোনে জানতে চাইলে তিনি জানান আমাকে আমার পিতার নিকট থেকে আমার নামে আমার পিতা: ৪ শতাংশ জমি দিয়েছে, সেই জমি বিক্রয় করিয়া ২৪ লক্ষ টাকা আনতে বলে আমার স্বামী ইমন হোসেন, আমি বলি জমি বিক্রয় করে টাকা আনতে পারবো না, তার পর আমার স্বামী মো: ইমন হোসেন আমাকে আমার পিতার নিকট থেকে ৫.০০০০০/০০ পাঁচ লক্ষ টাকা যৌতুক আনতে বলে, আমি বললাম আমার পিতার নিকট থেকে বিবাহের সময় নগদ ১.০০০০০/০০ এক লক্ষ টাকা ও ৪০ হাজার টাকার ফার্নিচার দিয়েছে, এখন আর কোন টাকা আনতে পারবো না, এ কথা বলার পর আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া এক কাপড়ে আমার সন্তানসহ দুর দুর করিয়া তাড়াইয়া দেয়।
তার পর থেকে আমাদের কোন খোঁজ খবরও নেয় নাই এবং কোন প্রকার ভরনপোষনও দেয় নাই।
এ বিষয় আমার সাথে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করিয়া ১/ মো: ইমন হোসেন (২) মোসা: উম্মে কুলসুম (৩) বৈশাখী আক্তার ইমাকে আসামী করে গত ০৯/০২/২০২৫ খ্রী: মোকাম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী রুপগজ্ঞ আদালত, নারায়নগঞ্জ। যৌতুক নিরোধ আইন (২০১৮ সংশোধনী) ” ৩ ” ধারা মামলা করিয়াছি। যার সি আর মামলা নং ১২২/২০২৫।
জাকিয়া আক্তার এর মামলার কপি
বিজ্ঞ আদালত আসামী মো: ইমন হোসেন এর নামে ওয়ারেন্ট জারি করিয়াছেন।