1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

রংপুরের আলদাতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু থানায় মামলা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর জেলা গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সংবাদকর্মীরা আলদাতপুর কাচারীপাড়া বড় ক্যানেল সংলগ্ন পানক্ষেতের পাশে যুবকের লাশ পাওয়া ঘটনা স্থলে তথ্য সংগ্রহ গেলে স্থানীয় গ্রাম্য পুলিশ সুনিল চন্দ্র রায় জানান, আমি লাশটাকে দেখেছি। পুলিশ যখন লাশটার শরীর চেক করে তখন আমি উপস্থিত ছিলাম। তখন আমি দেখেছি লাশের পিঠে অনেক বড় একটা জায়গা কালো ও পায়ে ক্ষত দাগ আছে।

এদিকে মামলা সূত্রে ও মৃত পারভেজের মা বলেন,

আমার ছেলে পারভেজ হোসেন রাজ মিস্ত্রির কাজ করে সংসার চালাইতো। কিন্ত গত ১২/০২/২০২৫ তারিখ বুূধবার আনুমানিক রাত ৯টার পরে পারভেজসহ আমরা পরিবারের সকলে মিলে খাওয়া-দাওয়া করতে থাকি। এমন সময় আমার ছেলের মুঠোফোনে এই (০১৩১৪-৪৯৯২৯১) নাম্বারে অপরিচিত এক নাম্বার থেকে ৮-৯ বারের মতো কল আসে।

পারভেজ তড়িঘড়ি করে খাওয়া শেষ না করে কলটা রিসিভ করে কথা বলে বাসা থেকে বের হয়ে চলে যায়। সারারাত ও সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও পারভেজের কোন খোঁজখবর পাই না। পরের দিন দুপুর বেলা লোকমারফতে জানতে পারি পাশের এলাকায় আমার ছেলে লাশ পাওয়া গেছে। সেখানকার গ্রাম্য পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃত পারভেজের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনসহ লাশটি সুরতহাল করে লাশের কোমড়ের উপরে বাম পাশে ও পায়ে কালো জখমের দাগ ও লোহার রড দিয়ে আঘাত করা ক্ষত চিহ্ন আছে।

একই সময়য়ে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধারপূর্বক লাশের প্যান্টের ডান পকেটে থাকা পারভেজের মোবাইল ফোনটি জব্দ করে নিয়ে সন্ধ্যার দিকে গংগাচড়া মডেল থানায় লাশ নিয়ে যায় এবং পরের দিন সকালবেলা ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। পরে লাশ চাক করে আমাদেরকে দিলে আমরা লাশ দাফন করি। আমি সরকারের কাছে বিচার চাই। যারা আমার পারভেজকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলছে আমি তাদের বিচার চাই। আমি তাদের ফাঁসি চাই।

এই বিষয়ে সুমন ইসলাম বলেন, আমি পারভেজের লাশ দেখেছি। ওর পায়ে তিনটা রড দিয়ে বাড়ি মারা চিহ্ন আছে। আমার মনে হয় পারভেজকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে।
আমি চাই সঠিক ভাবে তদন্ত করে পারভেজ হত্যার
সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় শ্রী অনিল চন্দ্র রায় জানান, লাশ যেখানে পড়ে ছিল তার পাশের জমিটা আমার। আমি সেইদিন দুপুরের দিকে তামাক ক্ষেতে পানি দিতে গেলে দেখতে পাই একটা মানুষের লাশ পড়ে আছে। তখন আমি লাশ লাশ বলে চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসে। যেভাবে লাশটা দেখেছি মনে হয় পরিকল্পিতভাবে মেরে ফেলেছে।

এ বিষয়ে জানার জন্য বেতগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পরেশ চন্দ্র রায়কে মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমি বেশ কয়েকদিন থেকে বাহিরে আছি। এলাকা থেকে আমাকে ফোন দিয়েছিল তাতেই জানতে পেরেছি। উত্তর খলেয়ার একজন মারা গেছে। তার শরীরে কারেন্ট শট খাওয়ার কোন চিহ্ন ছিলোনা। এই মৃত্যুটা একটু সন্দেহ জনক অনেকে বলেছে।

এই ঘটনার বিষয়ে মৃতের মা বাদদ হয়ে গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১৫/৬৭

রহস্যজনক মৃত্যুর মামলা সম্পর্কে জানার জন্য গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরানকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, পারভেজের মা বাদি হয়ে হত্যা মামলা করেছে। মামলাটির তদন্ত চলমান আছে। পোষ্টমডেম রিপোর্ট হাতে পেলে মামলা কার্যক্রম শুরু হবে।##

শেয়ার করুন

আরো দেখুন......