শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
পারভেজ রানা, স্টাফ রিপোর্টার:অপারেশন ডেভিড হান্টের চলমান অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম সাগরকে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সাগর ছাত্রলীগের জয়-লেখক কমিটির সদস্য ছিল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বরগুনা বাশবুনিয়া নামক স্হান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট ছাত্র সমন্বয়ক মীর নিলয়ের বাড়িতে হামলা ও সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে দেশে নৈরাজ্যের সৃষ্টির পায়তারা করার দায়ে বিশেষ ক্ষমতা আইনের এজাহার ভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম সাগর। শেখ হাসিনার পতনের পর থেকে দীর্ঘদিন গা-ঢাকা অবস্থায় ছিলেন তিনি। আজ অভিযান চালিয়ে বরগুনা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, সাইফুল ইসলাম সাগর নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে বরগুনা থানার দুইটি মামলার এজাহার ভুক্ত আসামি। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।