শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
জি এম আসাদ,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানাগেছে, গতকাল গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার জালমা ইউনিয়নের দারোগাভিটা আছাবুর নগর এলাকার মাদক সিন্ডিকেটের হোতা ইমরান হাওলাদার সহ তার সহযোগী কর্তৃক স্থানীয় এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এলাকাবাসী ধর্ষণকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বটিয়াঘাটা সদরে ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি ও ফাঁসির জোর দাবি জানান। এসময় এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।