শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
হোসেন বাবলা:১৭ ফেব্রুয়ারি(চট্টগ্রাম)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত আগামীর বাংলাদেশ পূর্ণ গঠন ও দেশের সাংগঠনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সুদৃঢ় ভাবে গড়ে তুলতে রাজনৈতিক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ উল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিতে যেন হাইব্রিড ও দোসর ফ্যাসিবাদী সরকারের লোকজন জায়গা করে নিতে না পারে, তার জন্য নেতা কর্মীদের মধ্যে প্রতিনিয়তই শহীদ জিয়ার আদর্শ ও বুদ্ধি চর্চা এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন দেশনেত্রী রাজনৈতিক দর্শন জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচনের আস্থা গড়ে তুলতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, জুলাই – আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি (জাপা),১৪ দলীয় জোট ,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কেউ অংশগ্রহণে করেন নি এবং সহযোগীতা করতে আসেনি, সুতরাং এই দোসরদের রাজনীতি করার অধিকারও রাখে না, আঃ লীগ কে রাজনৈতিক ভাবে নিষিদ্ধের দাবি ও করেন এই বর্ষীয়ান বিএনপি নেতা এরশাদ উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান। তিনি বলেন আমরা দীর্ঘদিন রাজনৈতিক ভাবে একটি ফ্যাসিস্ট কায়দায় নির্যাতিত হয়ে আজ এক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি, বিএনপির ৩১ দফাটি আগামীতে নির্বাচনের ইশতেহার ও বটে।
এতে রেইনবো নেশনের মাধ্যমে দেশের আত্ম-সামাজিক উন্নয়ন , রাজনৈতিক দলগুলোর সংস্কার,দেশ পূর্ণ গঠন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা নিয়ে জনমতের প্রতিফলন ঘটাতে বিএনপি কাজ করে যাচ্ছে। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর, ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ, মোঃ নূরুজ্জামান কন্ট্রা:।
৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সা:সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান, মোঃ আইয়ুব খান, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মহিলা দলের নেত্রী খালেদা আক্তার সহ বিভিন্ন ওয়ার্ড,ইউনিট ও উপ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, জাসাস ও পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।