শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
বটিয়াঘাটা সংবাদদাতা
ক্লাইমেট চেঞ্জ এডুকেটর, জেজেএস এসসিডিএস প্রকল্পপের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেজেএস এর সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর এম এম চিশতী’র সভাপতিত্বে ও এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক, জেজেএস এসসিভিএস নব কুমার সাহা,জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত মল্লিক,সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল,প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, দেবদুলাল জোয়াদ্দার, জেজে এস ক্লাইমেট চেঞ্জ এডুকেটর, পূজা দে,এডভোকেসী অফিসার আব্দুর রহমান, সাংবাদিক এইচ এম সাগর (হিরামন),বটিয়াঘাটা উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি সুনন্দা অধিকারী, সহ সভাপতি রাহাত মিনহাজ, সদস্য সচিব তানজিলা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুর্যোগ পরিস্থিতিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা থেকে শিশুদের রক্ষা করা, বিশেষ ভাবে মেয়ে শিশু এবং প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে অধিক গুরুত্ব প্রদান বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নত্তোর পর্ব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।