সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
মোহাম্মদ মিলন আকতার,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান স্বামী।
নিহত আমিনা খাতুনের বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। তার স্বামী মো. আকতার হোসেনও একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রং মিস্ত্রি।
দুর্ঘটনার পর গুরুতর আহত আকতার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
এ বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।