শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমি যেখানেই দাঁড়াবো, সেখানেই জিয়াকে খুঁজে পাবো। জিয়াউর রহমান একটি পবিত্র নাম, ক্ষণজন্মা একজন দূরদর্শী নেতা।” আজ বিকেলে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “জিয়াউর রহমানের আগমন ধূমকেতুর মতো। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্তওন্মোচন করেছিলেন। আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো। কিন্তু আমাদের খেলোয়াড়সুলভ মনোভাব রাখতে হবে। হার-জিত মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমি আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট ‘শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন: পটুয়াখালী জেলা দল। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন: ঝালকাঠি জেলা দল। বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ শেষে দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।