সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ খাঁন,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ এর উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করেন নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন ।দুর্নীতির বিরোধী তারুণ্যের একতা গড়বো দুর্নীতিমুক্ত বাংলাদেশ ।এই স্লোগান সামনে রেখে নরসিংদীতে দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে ।আগস্টের গণ অভ্যুত্থানে পর নতুন বাংলাদেশ তারুণ্যের একতার মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছে।
উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
এনামুল হক সহ কারি পরিচালক দুর্নীতি দমন কমিশন, তোফাজ্জল হোসেন সহ-সভাপতি দুর্নীতি দমন কমিশন নরসিংদী ।বক্তারা বলেন,পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের উদ্যোগ নিয়ে সংস্কার কমিশন গঠন করতে হবে। তবেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ পাব ।