শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড় প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন VSO Bangladesh সামাজিক কর্মকাণ্ডে গৌরবোজ্জল অবদানের স্বীকৃতিস্বরূপ‘ভলান্টিয়া স্বেচ্ছাসেবী… ক্যাটাগরিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে VSO Bangladesh কতৃক আয়োজিত ন্যাশনাল বেস্ট ভলিন্টিয়ার Top 20- ২০২৪’ পেয়েছেন পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবক হিসেবে জেলা ও বিভাগীয় অ্যাওয়ার্ড প্রাপ্ত মোঃ জিএম আল আমিন খন্দকার।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে VSO Bangladesh কতৃক আয়োজিত ন্যাশনাল বেস্ট ভলিন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৪।
উল্লেখ্য, সোনাহার ইউনিয়ন মাষ্টার পাড়ার মোঃ জাকিরুল ইসলামের ছেলে, আল আমিন খন্দকার, দীর্ঘ একযুগ যাবত স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয় সামাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, রক্তদান, প্রতিবন্ধী সংক্রান্ত কার্যক্রম, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ , মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল বিরোধী সহ মানুষের কল্যাণে নিয়োজিত কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আল আমিন খন্দকার বলেন, ‘প্রত্যন্ত গ্রাম থেকে স্বেচ্ছাসেবী কাজ শুরু করে দেশের জাতীয় পর্যায় পযর্ন্ত মুল্যায়িত হলাম, যা অন্তন্ত সম্মানের এবং আত্মতৃপ্তির।
এই অ্যাওয়ার্ড আমার স্বেচ্ছাসেবী কাজের প্রত্যেক অংশীদারি সহযোদ্ধাদের উৎসর্গ করছি, সেইসাথে যারা আমাকে এক যুগের বেশি সময় ধরে স্বেচ্ছাসেবী কাজে অনুপ্ররেণা এবং সাহস দিয়ে আসছে তাদের কৃতজ্ঞা প্রকাশ করছি। স্বেচ্ছাসেবী হিসেবে এই অর্জন গর্বের ও অনুপ্রেরণার। আগামীতে এই অর্জন আমাকে আরো শক্তি জোগাবে ইনশা আল্লাহ।
সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।