বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : মো: হৃদয় শেখ,
বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ১৮০ মণ জাটকা ইলিশ কোস গার্ড উদ্ধার করে মাদ্রাসা এবং গরিবদের মাঝে বিলিয়ে দেন
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মোন জাটকা ইলিশ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে (কোস গার্ড সদস্যরা)রবিবার অর্থাৎ ১৭ নভেম্বর রাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। ১৭নভেম্বর বেলা ১২ টার দিকে তাদেরকে কোর্টে তুলে অর্থদন্ড দেয়া হয়েছে। মোরেলগঞ্জ জোনের কোস গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট এবং শরখলোর ১০ জেলে কে পাচ হাজার টাকা করে ১০ জন এর থেকে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ জোনের কোস গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানান, একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল স্থানীয় জনগণের সামনে পুড়িয়ে দেন ও১৮০ মন জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও স্থানীয় গরিব লোকদের মাঝে বিলিয়ে দেয়া হয়।