নিজস্ব প্রতিবেদক: ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় শ্রীপুর উপজেলার কাওরাদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মৃত মাজম আলীর ছেলে নিজাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে শত্রুতা ও বিভিন্ন ভাবে অত্যাচার, নির্যাতন করে জমি জবর দখল নেওয়া চেষ্টা করেছেন একটি মহল।
গত ১১ নভেম্বর সকাল ৯টার দিকে মিজানুর রহমান মিন্টু, সামসুল হক,আবু জাফর সরকার ও সাহাদত হোসেনের নেতৃত্বে অজ্ঞাত ১০০/১৫০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে আমার মালিকানাধীন জমি জবর দখলের চেষ্টা করে। এসময় তারা জমিতে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে এবং ভেকু দিয়ে উপড়ে ফেলে মাটি বরাটের কাজ শুরু করে। এসময় আমার ছেলে ওমর ফারুক লিপু,মেয়ে স্মৃতি আক্তার, নাতি সাখাওয়াত হোসেন সাব্বির ও ভাতিজা মুর্শিদ ও মাসুদ বাধা দিতে গেলে তাদের লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে আমরা কোন উপায় না পেয়ে জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাই। পুলিশ ঘটনাস্থলে আসলে তিন পুলিকে মারধর করে তাদের ওয়াকিটকি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত
হুমকি দিচ্ছে, আমার বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুর করবে। এ বিষয়ে আমি শ্রীপুর থানায় একটি অভিযোগ করিলে এখনো আমার অভিযোগটি মামলা হিসেবে নিচ্ছে না পুলিশ। আমি আমার জান মালের নিরাপত্ত জন্য আইন শৃষ্খলা বাহিনী কাছে সু বিচার প্রার্থনা করছি এবং সাংবাদিকের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি।