বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ১৩ নভেম্বর ২০২৪ ইং (বুধবার)রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলাই গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে তাঁর নিজ এলাকা চকএনায়েত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর দুপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অফিস কক্ষে ডেকে নেন। এ সময় অফিসে কেউ ছিলনা। এ সুযোগে ছাত্রীর স্পর্শকতর স্থানে হাত দিয়ে তাকে আদর করতে যান ঐ শিক্ষক। অত:পর বাড়িতে এসে ঐ ছাত্রী পুরো ঘটনা তার পিতা-মাতাকে অবগত করেন। এরপর ওই ছাত্রীর পরিবার প্রধান শিক্ষকের কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে, উল্টো তিনি বিভিন্ন ভাবে তাদের হুমকি দেন।
এদিকে পরক্ষনে স্থানীয় লোকজন বিষয়টি অবগত হলে তারা ঐ শিক্ষককে মারতে যান। এরপর অজ্ঞাত কারনে বিষয়টি থেমে যায়। পরে এলাকার লোকজন এ বিষয়ে উপযুক্ত বিচার করে দিবেন বলে স্কুল ছাত্রীর পরিবারকে আস্বাস দিয়ে তিন দিনের সময় নেন। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা গ্রহন না করায় অবশেষে ছাত্রীর মা বাদি হয়ে সোমবার সন্ধ্যায় বাঘা থানায় এসে একটি মামলা দায়ের করেন।
এদিকে মায়ের দায়ের করা মামলার জের ধরে আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ প্রধান শিক্ষক মিজানুর রহমানের নিজ গ্রাম থেকে সকালে তাকে গ্রেফতার করেন প্রথমে থানা হাজতে নিয়ে আসেন। পরে দুপুরে তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) নাসির উদ্দিন জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার পর আমার উপরে দায়িত্ব অর্পণ করে ছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক। সর্বশেষ আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করেছি।