বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ ১৩ নভেম্বর ২০২৪ ইং রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী বাজারের দক্ষিণ পাশে চাঁদপুর গাউসুল আজম রাহমানীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রতিষ্ঠিত আমজাদ হোসেন পাইনি ফুরকানীয়া মাদ্রাসার
সামনে মাঠ ও ঘরের মেঝে কোদাল দিয়ে কুবিয়ে কুবিয়ে আবাদ যোগ্য করার চেষ্টা এবং সাইনবোর্ড ব্যানার এবং সিমেন্টের খুঁটি ভাঙচুর করে সাইডে জঙ্গলে ফেলে রাখে। কথিত দখল কারী জমি দাতা মৃত আমজাদ হোসেন পাইনির দ্বিতীয় সন্তান মোঃ আব্দুল হালিম (৩০) পিতা মৃত আমজাদ হোসেন পাইনি গ্রাম দুড়দুড়িয়া ডাকঃ বেড়িলাবাড়ী উপজেলা লালপুর,নাটোর সে একজন গাজা সেবন করি নেশা খোর এবং গাজা বিক্রয় কারী, একজন মাদক সম্রাট ও গাজাসেবন কারীর ছত্রছায়ায় সে পরিচালিত।
উক্ত মাদ্রাসার পরিচালক ও শিক্ষক এবং চাঁদপুর গাউসুল আজম রহমানিয়া মাননীয় দরবার শরীফের প্রতিষ্ঠাতা গ্রাম ডাক্তার মোঃ আব্দুল মান্নান । উক্ত ফুরকানীয়া মাদ্রাসাটি ১৯১৮ ইং সাল থেকে পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে দুই বছর আগে মাদ্রাসাটি আব্দুল হালিম ও তার সহযোগীরা ভেঙ্গে দিয়েছিল এ বিষয়ে বাঘা থানায় সে সময় একটি অভিযোগ করা হয়েছিল বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নির্দেশে বাঘা থানার এসআই মুজিবুর রহমান এসে বিষয়টি তদন্ত-পূর্বক স্থানীয় লোকজন মিলে হালিমের বড় হয় নাসির উদ্দিন দায়িত্ব নিয়ে আবার সংস্কার কাজের সহযোগিতা করে পুনঃনির্মাণ করা হয়েছিল । উক্ত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করে চাঁদপুর গউসুল আজম রহমানিয়া মান্ননীয় দরবার শরীফের পরিচালক স্বত্বাধিকারী গ্রাম ডাক্তার মোঃ আব্দুল
মান্নান মাইজভান্ডারী। এই দরবার শরীফের জমিদাতা মৃত আমজাদ আলী পাইনি তার বোন রোকিয়া বেগম , ভাই মোঃ জামশেদ আলী পাইনি। এ দিকে গত ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে মাদ্রাসার সামনের পূর্বের রাস্তায় দাঁড়িয়ে আনছার আলী পাইনির সাথে কথোপকথনের সময় পূর্বের জের ধরে হিংসাত্মক ভাবে মারধরের হুমকি দেয় মোঃ ফারুক সর্দার ( ৩০)পিতা মৃত ইয়ার আলী সরদার গ্রাম চাঁদপুর ডাক বেংগাড়ী ,থানা,বাঘা ,রাজশাহী। এ সময় রাস্তায় চলতি অবস্থায় আমার পাশে দাঁড়িয়ে বিষয়টি আলহাজ্ব আবুল কালাম আজাদ ডাবলু সরকার অবগত পাশে মোঃ হাফিজুর রহমান আরো অনেকে। বিষয়টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা নেতা মাসুদ করিম তাকে অবগত করানো হয়েছে এবং বিষয়টি সমাধান করার জন্য বলা হয়েছে। এছাড়াও বাজারে আশেপাশে অনেকেই বলা হয়েছে । এ বিষয়ে মাদ্রাসায় পরিচালক মোঃ আব্দুল মান্নান থানা অভিযোগ করেনি কারণ ফারুক সরদার একজন সুদী কারবারি,নেশাগ্রস্থ গাঁজা সেবী যে কোনো সময় কোন অঘটন ঘটাতে পারে আব্দুল মান্নান একজন ভৃত প্রকৃতির ব্যক্তি গ্রামে পল্লীতে চিকিৎসা পেশায় নিয়োজিত আত্ম
ভয়ে থানায় অভিযোগ করেননি । ইতিমধ্যে মাদ্রাসার ভর্তি বর্ষাএবং ছাউনি বিভিন্ন বান্ধন বেড়া নষ্ট হয়ে গেছিল যে কারনে টিনগুলা খুলে সে উপরের কয়েকটি টিন খুলে পরিচালক আব্দুল মান্নান টিনগুলো সংরক্ষণ করার জন্য বাড়িতে নিয়ে যায়। মাদ্রাসাটি সংস্কার করার জন্য আব্দুর রাজ্জাকের ঝাড়ে কয়েকটি বাসও ক্রয় করে রাখা হয়েছে। মাদ্রাসাটির জমিদানকারী হিসাবে আমদাদ হোসেন পাইনি মাদ্রাসার নামকরণ করা হয়েছিল।