বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটার গঙ্গারামপুর খেয়াঘাট সংলগ্ন কাতিয়ানাংলা বাজারে সরকারি হাট-বাজারের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ও নির্দেশক্রমে গঙ্গারামপুর ভূমি অফিসের নায়েব জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন গঙ্গারামপুর হাট বাজারের খেয়াঘাট নামক স্থানে একটি সরকারি জায়গা দখল করে প্রকাশ্য দিবালোকে স্থানীয় এক জামাত নেতা ইছা শেখ পাকা ভবন নির্মাণ করে গড়ে তুলছে ব্যবসা প্রতিষ্ঠান।
গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো ঃ আসলাম হালদার বলেন, মোঃ ইছা শেখ সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তাকে নিষেধ করার পরেও কথা সোনেনি সে।
সরকারি জায়গা দখলকারী ইশা শেখ বলেন,আমি চেয়ারম্যান আসলাম হালদারের নিজট থেকে অনুমতি নিয়েই পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করেছি।
গঙ্গারামপুর ও সুরখালী ভূমি অফিসের (নায়েব) মো : জাকির হোসেন বলেন, ইউএনও স্যারের অনুমতি পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি ভবন নির্মাণ কাজ বন্ধনের নির্দেশ দেই।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন, অবৈধ ঘর নির্মাণের অভিযোগের কথা শুনে আমি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।