বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
এম ইব্রাহিম খলিল সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ইনস্টিটিউট অব হেলথটেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে ।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা ফৌজদারহাটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের উভয়মুখী তীব্র যানজটের সৃষ্টি হয়। সংশ্লিস্টদের সুত্রে জানা গেছে, স্বতন্ত্র অধিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড দেওয়া, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে এই আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আইএইচটি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়কে প্রবেশ করে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ১ ঘন্টা সড়কে বসে তারা বিক্ষোভ সমাবেশ করে পরে ক্যাম্পাসে ফিরে যায়।
১২তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ১৬ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়েছি,অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে জব পাচ্ছে। কিন্তু আমরা এখনো ১১তম গ্রেডে করছি। তাদের ইন্টার্ণ ভাতা আছে আমাদের সেটাও নাই। আমাদের সরকারি কোন নিয়োগ নাই ১৪-১৫ বছর ধরে।
তাই এই ৬ দাবী নিয়ে আমাদের এ আন্দোলন।ফৌজদারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ মো: আশরাফুল ইসলাম বলেন, ফৌজদারহাট আইএইচটি শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া নিয়ে বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত মহাসড়ক বন্ধ করে মিছিল সভা করে। এ কারণে সড়কে যানচলাচল উভয় পাশে বন্ধ থাকে। একঘন্টা পর তার সড়ক থেকে সড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।