1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

পঞ্চগড়ের বাংলাবান্ধায় বালুচর থেকে পাওয়া মৃত দেহের সন্ধান পাওয়া গেছে

  • আপডেট সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ জন দেখেছেন

মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়।। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দা নদীর বালুচর থেকে পুলিশ ও বিজিবি যে মরদেহ উদ্ধার করেছে তার পরিচয় মিলেছে। তার নাম মোঃ জুয়েল ইসলাম(৪০)। সে বাংলাবান্ধায় পাথর শ্রমিক হিসেবে কাজ করতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত মোঃ জুয়েল ইসলাম (৪০) জেলার বোদা উপজেলাধীন পাঁচপির ইউনিয়নের বংশীঘর গ্রামের মোঃ কামাল উদ্দিন এর ছেলে। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে সীমান্ত পিলার নং ৭৩১/৫ আর এর কাছে মহানন্দা নদীর বালু চড়ে তার লাশ পুঁতে রাখা ছিল। সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে নদীর বাঁধ ব্লকে রক্তের দাগ দেখতে পায়। পরে তারা খুঁজাখুঁজি করে বালুর নিচে লাশের অবস্থান টের পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি’র ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়ে মৃতদেহকে সনাক্তকরণের চেষ্টা করেন। পরে সুরতহাল রিপোর্ট করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, জুয়েল ইসলাম পরিবার নিয়ে বাংলাবান্ধায় থাকতো এবং পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার ৭ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। এমতাবস্থায় মঙ্গলবার নদীর তীরে বালির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত হয়েছে। বর্তমানে মরদেহের ময়না তদন্ত চলমান রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......