ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি:
দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ে সমন্বয়ক হাসনাতের হুঁশিয়ারি। ছবি :দৈনিক অপরাধ অনুসন্ধান:
দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (০৫ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন হাসনাত।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২৪-এর গণঅভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
অপরাধ অনুসন্ধান এর পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২৪-এর গণঅভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা ব্যবসায়ী নাম নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এ দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।