1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

নানা  কর্মসূচীর মধ্যদিয়ে কালাই বিশ্ব শিক্ষক দিবস পালিত হারুন অর

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৬২ জন দেখেছেন

হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি:

কালাই উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ৫ ই অক্টোবর ২০২৪ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান এর সভাপতিত্বে “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান, এর পর প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, তিনি বলেন ক্যান্সার একটি জটিল ও কঠিন মারাত্বক রোগ। এ রোগ প্রতিরোধের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভ্যাকসিন (টিকা) দেওয়া চলছে বিদ্যালয়ের কোন শিক্ষার্থী ভ্যাকসিন (টিকা) নেওয়া থেকে বাদ যেন না যায় এই মর্মে উপস্থিত সকল শিক্ষককে সচেতন করেন। এছাড়াও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকগণকে মানসম্মত পাঠদান ও সঠিকভাবে দ্বায়িত্ব পালনের পরামর্শ দেন এবং সার্বিক সহযোগীতার কথা বলে তিনি বক্তব্য শেষ করেন। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানায় নব্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার সুজয় সাহা, কালাই সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুল হাসান, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নান্টু, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার

মতিউর রহমান ও বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিক সহ আরো অনেকে। সকল শিক্ষক তাদের যথাযথ মূল্যায়ন করার জন্য ইউএনও মহোদয়ের নিকট দাবী জানিয়েছেন। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......