রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
এনামুল কবীর এনাম সাংবাদিক বদলগাছী নওগাঁ।
স্বাধীন দেশের আমরা সাংবাদিক,
নতুন খবরের খোঁজে ছুটে চলি মোরা,দিক বেদিক ঘুরি।
খবর সংগ্রহ মোদের নেশা, খবর মোদের নিতি কথার কর্ম।
সত্য মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম।
আসুক যতোই ঘাত-প্রতিঘাত, থামবো না মোরা চুপ। ,
দেখলে অন্যায় চলবে কলম,সঠিক আইন নেই মোদের, পার্শে যদি থাকে প্রভু ভয় রবে না বুকে।
দেশ ও জাতির কল্যাণে মোরা ছুটে চলি অবিরাম,
বন্ধুর চেয়ে শত্রু বেশি, সাথে আরও আছে বদনাম।
প্রতিনিয়ত লালন করি হুমকি ভাঙ্গে শুধু রাতের ঘুম,।
নিউজ কারো বিপক্ষে গেলে, পড়ে মামলার হুমকির ধুম।
মামলা হামলায় জর্জরিত, সাংবাদিকের জীবন।
দেশের সেবা করেও তারা হয় না কারো হৃদয়ে আপন।
বিনা পয়সায় দিনেরাতে ছুটে চলে যারা,
সাংবাদিক যে তাদেরই নাম,
জাতির বিবেক তারা।দেশের বিবেক হয়না বুঝি স্বার্থে কারো কাটা।
দুর্নীতিবাজ লুটতারাজের মুখোশ দিলে খুলে।
আক্রোশে বলে সাংঘাতিক হিসাব মতে চল।
খুশিতে নাচে লুটের দল, সাংবাদিক মরলে নাযাত পাবো।
রাষ্ট্রের বিবেক হয়েও তারা পাইনা-কোন সুবিধা,
সবার ভালো চেয়ে দিন কাটিয়ে পেটের ক্ষুধা বড়।পরিবার যে কষ্টে থাকে খোজ করে কোন নেতা ।
মৃত্যুর ঝুঁকি নিয়ে ছড়ায় সত্যের বাণী,
আধাঁর শেষে আসবে আলো,
আমরা সবাই জানি।
যতোই বলো সাংঘাতিক ভাই, হবো না মোরা রাগ।
সত্য লিখনী চলবে মোদের বন্ধ রবেনা হাত। বিধি না দেয় যদি ডাক।আমরা কষ্টকে লালন করি,আরও করি আঘাত,তবুও করি নতুন সংবাদ।