রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি:-
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লবের সভাপতিত্বে রোকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের ভাই, তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি রোকনদেরকে আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সজাগ থাকতে হবে, আল্লাহর হুকুমাত কায়েমের জন্য সাধারণ জনগনের মাঝে কাজ করে যেতে হবে।
সমাবশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পশ্চিম জেলা আমীর মাওঃ আব্দুল হক সরকার, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মাওঃ শাহাদাতুজ্জামান, বগুড়া শহর নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমগীর হুসাইন, পশ্চিম জেলা নায়েবে আমির মাও আব্দুল হাকিম, মমতাজুর রহমান, সেক্রেটারি মনজুরুল ইসলাম রাজু, বগুড়া জেলা পশ্চিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোয়াজ্জেম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সেক্রেটারি আলাল উদ্দীন, জামায়াত নেতা মাওঃ আসার উদ্দীন, মাওঃ রেজাউল করিম, বেলাল হোসেন, মিজানুর রহমান, ফারুক হুসাইন, কাউন্সিলর শাহাদাত হোসেন, রোকনুজ্জামান, মাওঃ ইউনুস আলী, আশরাফ আলী মুন্সি, রেজাউল করিম সোহাগ, আঃ কুদ্দুস, আঃ জব্বার, দুলাল হোসেন, আহসান হাবীব, শামসুল ইসলাম, কামাল হোসেন, শামসুল আলম, শরিফুল ইসলাসহ তিন শতাধিক রোকন।