রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ০৭ আগষ্ট (বৃহস্পতিবার ) ২০২৪ ইংরাজশাহী জেলার বাঘা উপজেলায় শ্বৈরসাকের পলায়নে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘা উপজেলা শাখা। বুধবার(০৭ আগষ্ট) বিকেল ৫টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ পরবর্তী বিজয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে- সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁ,সদ্য কারা মুক্ত পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম।
দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে আবু সাঈদ চাদ বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল। আমরা আমাদের কাজের মাধ্যমে তা প্রমান করতে চাই। শান্তির বার্তা নিয়ে যে যাত্রা শুরু হয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। কেউ যেন হামলা,ভাংচুর.লুটপাটের মতো কাজে অংশ না নেন।
পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাবেক সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলুর রহমান,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক ও যুবদলের সাবেক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,
স্বেচ্ছানেবক দলের নেতা সহিদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, বাঘা উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (স্বপন) সরকার সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও অংগ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।