রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ৬ আগষ্ট ( বুধবার) ২০২৪ ইং রাজশাহী জেলার বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্তৃক আহ্বানে বিকাল চারটায় বাঘা শাহী মসজিদ গেট থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা স্বৈরশাসক ফেসিবাদী হাসিনা সরকারের পলায়নে শুকরানা ও বিজয় মিছিল করে মিছিলটি মাজার গেট হয়ে বাঘা বাজার, উপজেলা পরিষদ,পুরাতন বাসস্ট্যান্ড হয়ে মসজিদ গেটে এসে তিতলতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেন। এসময় জামায়াত শিবিরের বক্তারা বলেন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিস্ট, হায়নারুপি জালিম সরকারের কবল থেকে এ দেশের বৈষম্য বিরোধী ছাত্র – জনতা জামায়াত শিবির দেশকে রক্ষা করেছেন। বাংলাদেশ পুণরায় স্বাধীন করতে শিক্ষার্থী, শিক্ষক, সাধারন মানুষসহ প্রায় দেড় হাজার শহীদ হয়েছেন। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও শহীদ সকল পরিবারের প্রতি সমবেদনা জানান। এই স্বাধীন দেশে আর কোন প্রকার রাহাজানী ও লুটপাত করতে দেয়া হবেনা। তবে ফাঁকে কিছু দুস্কৃতিকারী এই ডামি সরকারের সন্ত্রাসীরা স্বাধীনতাকামী জামায়াত শিবির ওশিক্ষার্থীদে মধ্যে মিশে তারা সন্ত্রাসী ও লুটপাট করছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা এটা সমর্থন করেনা বলে উল্লেখ করেন । এই লুটপাট রুখতে নেতাকর্মীদের নির্দেশ দেন এবং প্রতিটি খুনের বিচার হবে। যারাই দোষি হবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। এজন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।