1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক স্বামী মোঃ ছাদেক হোসেন ২৪ বছর পর গ্রেফতার।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৭ জন দেখেছেন

র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে স্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

নিহত ভিকটিম রোকেয়া (১৭) আসামি মোঃ ছাদেক হোসেন এর ২য় স্ত্রী। ভিকটিম রোকেয়াকে বিয়ে করার পর থেকেই মোঃ ছাদেক হোসেন এর সংসারে অশান্তি ও দাম্পত্য কলহ লেগেই থাকতো। সে জন্য মোঃ ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে হত্যার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক আসামি ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে গলা কেটে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে বাড়ি থেকে আনুমানিক ৪০০/৫০০ মিটার দূরে বড় খাল নামক নদীতে ফেলে দেয়।

 

উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় ভিকটিমের স্বামী মোঃ ছাদেক হোসেন’কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১, তারিখ- ০৫ জুলাই ২০০০ ইং, ধারা-৩০২/২০১ দ্য পেনাল কোড-১৮৬০। উক্ত মামলায় চান্দিনা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আসামি ছাদেক হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামি মোঃ ছাদেক হোসেন’কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ছাদেক হোসেন চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৭ জুন ২০২৪ ইং তারিখে ১৩৩৫ ঘটিকার সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ছাদেক হোসেন প্রকাশ ছাদেক মিয়া (৫০), পিতা-মোঃ মালু মিয়া, সাং-চানখার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত  পলাতক আসামি মর্মে স্বীকার করে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে মামলা দায়েরের পর থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......