মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
হারুন অর রশিদ:বিশেষ প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে উন্নত জাতের ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম।
কর্মসূচির শুরুতে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে। যার ফলে তাপমাত্রা বাড়ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর দিনদিন নেতিবাচক প্রভাব পড়ছে। তাই, পরিবেশ ভালো রাখতে গাছ লাগানোর বিকল্প নাই।
কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য রুহুল আমিন ফটু ও দাতা সদস্য আব্দুল মতিন মন্টু।
এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ, সদস্য রুহুল আমিন, সাবিত হোসেন, তৌহিদ মন্ডল ও রায়হান আলী উপস্থিত ছিলেন।