শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
মোহাম্মদ নাসির উদ্দিন ,স্টাফ রিপোর্টার, বামনা, বরগুনা:-বরগুনার বামনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ০৯ জুন রবিবার । নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ৭ জন ও ভাইস চেয়ারম্যান ( মহিলা) ৩ জন মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে উপজেলার ৪ টি ইউনিয়নে ২২ টি কেন্দ্রে ১৮১ টি বুথে মোট ৬৬৪৪৪ জন ভোটারের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটের ৫৯.০১% ভোট কাস্ট হয়েছে।
ভোটে মোঃ মিজানুর রহমান মিজান, আনারস প্রতীক নিয়ে মোট ১৭৬৯৭ ভোটে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইতুল ইসলাম লিটু ঘোড়া প্রতীকে মোট ভোট পেয়েছেন ১০৯০৩। সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান দোয়াত কলম মার্কায় পেয়েছেন ৯৯৪০ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ জাকারিয়া হোসেন মহারাজ উড়োজাহাজ মার্কায় মোট ২০৩৭৭ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন রাজু মাইক প্রতীকে পেয়েছে ৮১৩৭ ভোট। প্রতিদ্বন্ধী অন্য প্রার্থী সাইফুল ইসলাম চশমা মার্কায় পেয়েছেন ৩৬৫৩ ভোট, আল আমিন হাওলাদার তালা মার্কায় পেয়েছেন ২৪২৭ ভোট, গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার টিউবওয়েল মার্কায় পেয়েছেন ১৯০০ ভোট, মোঃ আলতাফ হোসেন টিয়াপাখি মার্কায় পেয়েছেন ১৩৮৮ ভোট, মোঃ আলমগীর হোসেন বই মার্কায় পেয়েছেন ২৩১ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমুন নাহার নাজু কলস মার্কায় ২৩৭৩১ ভোটে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা রুমী হাঁস মার্কায় ১০৯০৭ ভোট, মাজেদা খানম ডলি ফুটবল মার্কায় পেয়েছেন ২৮১৫ ভোট।
সর্বমোট ভোট কাস্ট ৩৯২১০ মোট বাতিল ভোট ৩৫২৪, এর মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট ৩৮,৫৪০ বাতিল ভোট ৬০৭, পুরুষ ভাইস চেয়ারম্যান বৈধ ভোট, ৩৭৪৫৩ বাতিল ভোট ১৭৫৭, মহিলা ভাইস চেয়ারম্যান বৈধ ভোট ৩৮১১৩, বাতিল ভোট ১০৯৭ প্রদত্ত ভোটের হার ৫৯.০১% বেসরকারী ভাবে ঘোষিত। বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ আবদুর রশিদ শেখ উপজেলা নির্বাচন অফিসার বামনা বরগুনা ও সহকারী রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন।