1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

পতেঙ্গায় ছুরিকাঘাতে খুনের ঘটনায় আটক ৭: সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:১০ জুন (চট্টগ্রাম)
গতকাল ০৯ জুন ভোরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ৭আসামী আটকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। বিশেষ করে নিহত মোঃ মনিরুজ্জামান রাফি (২৫) এর মা জান্নাতুল ফেরদৌস মেরী সোমবার দুপুরে উপ পুলিশ কমিশনার আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে সোর চিৎকার ও কান্নার স্বরে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানিয়েছেন।

১০ জুন, সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন জেদের বশে পরিকল্পিত ভাবে অপরাধ সংঘটিত করে শুধু মাত্র মোটরসাইকেলের উচ্চ আওয়াজের কারণেই ইয়ংওয়ানে কর্মরত মোঃ মনিরুজ্জামান রাফি(২৫) কে হত্যা করে।
এই ঘটনায় ছুরিকাঘাতে অপর যুবক মোঃ রায়সান (২৬) রাফি কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছয়েক হাসপাতালে চিকিৎসারত আছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলন থেকে।
নিহতের পরিবারের পক্ষে মা জান্নাতুল ফেরদৌস মেরী, নানা দিদারুল আলম দিদার, মামা মোঃ রেজাউল করিম দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ আসামীদের ফাঁসি চেয়েছেন।
আজ সোমবার দুপুরে উপ পুলিশ কমিশনার বন্দর জোন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেই এই তথ্য জানান।
এদিকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ধৃতদের কাছে কিছু জানতে চাইলে এরা একজন একজনের দোষ চাপানোর চেষ্টা করে।
এক পৃষ্ঠার লিখিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শাকিলা আরো বলেন, ধৃত ব্যক্তিরা সবাই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত এবং ঐদিন মদপ্য অবস্থায় পূর্বের ঘটনায় জেদ ধরে রাফি কে হত্যার উদ্দেশ্যে কাঠগড় মাইজপাড়া এলাকার যুবনেতা জুবায়ের বাশারের কাছ থেকে ছোরা ও ছেলেগ্রুপ নিয়ে এলোপাথাড়ি ভাবে নিহত রাফি কে ছুরিকাঘাতে খুন করে।আর তাকে বাঁচাতে গিয়ে বন্ধু রায়সান(২৬) গুরুতর আহত হন। তার ডান হাতের ৪আঙ্গুল অনেকটাই কেটে গেছে।
নিহতের মা বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় ০৭ নং তাং-১০/০৬/২৪ ইং মূলে এজাহার নামীয় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আরো বলেন,ধৃত আসামিরা হলেন ১/ মোঃ জাহিদুল ইসলাম (২২),২/মোবারক হোসেন (২৩),৩/ইকবাল হোসেন ইমন (২২),৪শাহরিয়ার আল আহমেদ (২০),৫/তাহরিয়ার আহমেদ বাঁধন(২১),৬/মারুফ চৌধুরী (২২),৭/মোঃ জুবায়ের বাশার(৩৪), সাং -আবুল বশরের বাড়ী, উত্তর পতেঙ্গাস্থ ধূমপাড়া৪০ নং ওয়ার্ড। নিহত মোঃ মনিরুজ্জামান রাফি (২৫)এর বাড়ী বন্দরের ৩৮নং ওয়ার্ডস্থ মধ্যম হালিশহরের বাকের আলী ফকির টেক ইসমাইল মালুম বাড়ির স্থানীয় বাসিন্দা বলে জানান।

শেয়ার করুন

আরো দেখুন......