শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের আগামী ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ১ জুন শনিবার রাতে মুকসুদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এক সমাবেশে ক্লাবের উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে হুজ্জাত হোসেন লিটু মিয়াকে সভাপতি হায়দার হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দৈনিক যায় যায় দিনের মোঃ ছিরু মিয়া, দৈনিক আমার সংবাদ এর সরদার মজিবুর রহমান সহসভাপতি এবং দৈনিক ভোরের কাগজ এর কাজী ওহিদুল ইসলাম এবং দৈনিক নবরাজ এর হাদীউজ্জামান হাদী এবং দৈনিক বাঙ্গালীরকণ্ঠ এর শরীফুল রোমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া দৈনিক ঢাকা প্রতিদিন এর হাফিজুর রহমান লেবু সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় এর দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের পাতা এর হুসাইন কবির প্রচার সম্পাদক, দৈনিক মাতৃভুমির লুৎফর রহমান মোল্যা অর্থ সম্পাদক, সিএনএন বাংলা টিভি সামচুল আরেফিন মুক্তা তথ্য প্রযুক্তি সম্পাদক, মুকসুদপুর সংবাদের কামরুজ্জামান কামাল ক্রীড়া সম্পাদক, দৈনিক গণজাগরন রবিউল খন্দকার ধর্ম সম্পাদক নির্বাচিত হন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমসময়এর তৌহিদুল হক বকুল, বাংলার নয়ন এর মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, বঙ্গটিভি সাব্বির মিয়া, দৈনিক জনকণ্ঠ এর মেহের মামুন, দৈনিক কালেরকণ্ঠ এর পরেশ বিশ্বাস এবং মধুমতি কণ্ঠ এর আবুবক্কর মিয়া নির্বাচিত হয়েছেন।