শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
মোঃ ইলিয়াস হাওলাদার,চট্টগ্রাম।
ধেয়ে আসছে বঙ্গোপসাগরেসৃষ্ট লোগোচাঁপ সব থেকে ঘূর্ণিঝড় রেমলের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা ও সর্বোচ্চ এলাট ৪ জারি করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক জানান, আবহাওয়া অধিদপ্তরের সংকেত ৬ এর ওপরে ওঠার পর থেকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে,জেটিতে নতুন করে কোন জাহাজ ভেড়ানো জাবে না।মাদার ভেসেলগুলো বহির্নোঙরে থাকবে,এছাড়া লাইটার জাহাজগুলোকে কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
২৬ মে রবিবারে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে ১০ এ জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৯.৫০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪০ পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ (২৬ মে) সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল।