1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
-:একটি হারানো বিজ্ঞপ্তি:- পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরগুনায় তুচ্ছ ঘটনায় আহত-২ ” খাবারের ভাতে প্রসাব করলেন প্রতিপক্ষ পুলিশ লাইন্স একাডেমি এডুকেশন কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কালাই কাঁটাহার দাখিল মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে, বন্দর থানার গার্মেন্টস কর্মী স্ত্রীকে হত্যা মামলার পলাতক আসামি ঘাতক স্বামী কাজী মোঃ পেয়ার আহম্মদ প্রকাশ রিপন গ্রেফতার।  র‌্যাব-৭, চট্টগ্রাম’র পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কুখ্যাত  সন্ত্রাসী মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ গ্রেফতার। বটিয়াঘাটায় মামলাবাজ কালাম মাস্টারের ষড়যন্ত্রের শিকার কেয়ারটেকার সরো গত ১৪-০৯-২৪প্রকাশিত একটি দৈনিকে বাড়ি দখলের যুবদল নেতার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রী

ভূমি দস্যুদের জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৯ জন দেখেছেন

শেখ রাহুল হোসেন,স্টাফ রিপোর্টার ,ফুলতলা , খুলনা:

১৬ই মে বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাব ফুলতলায় আবুল হোসেন মোড়ল সাংবাদিক সম্মেলন করে লিখিত সংবাদ পাঠ করেন। ফুলতলার ভূমি দস্যুদের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। ভূমি দস্যুরা জাল- জালিয়াতির মাধ্যমে আমাদের বিভিন্ন কায়দায় মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমাদের মাছ চুরি করে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমাদের জমি থেকে গাছপালা নির্বিধায় কেটে নিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারের ভয়ে কেউ কথা বলতে পারছে না। আরো বলেন,
আমাদের পূর্বে ১৯৬২ রেকর্ডীয় মালিক থেকে আমরা ক্রয় করে ভোগ-দখলে আছি। ১৯৫৪ সাল উল্লেখ করে রেনসুট (খাজনার মামলা) জাল ডিগ্রী সম্পাদন করে, সেখানে ১নং আসাদ আলী ভূঁইয়া, পিতা-মহাসিন আলী ভূঁইয়া, গ্রাম- দামোদর, ফুলতলা, খুলনা। ২নং আব্দুল গফুর সরদার, পিতা-আরিফ সরদার, গ্রাম-কাংকুল, থানা-অভয়নগর, জেলা- যশোর। এই গফুর সরদারের ছেলে শরীফুল সরদার, শাহীদুল সরদার, আফরোজা বেগম, সর্বপিতা-আব্দুল গফুর সরদার। এই মোট ০৪ জন ০৩/০৬/২০১৯ সালে একটি দেওয়ানি মামলা করে খুলনাতে। ৮ একর ১০ শতকের মধ্য থেকে ৫০ শতক জমি আসাদ আলী ভূঁইয়ার নামে ও গফুর সরদারের নামে ২০০ শতক জাল দলিল ডিগ্রি (খাজনার মামলা) সম্পাদন করে। এখানে শেষ না-
জাল ডিগ্রি দেখিয়ে ০৩/০৬/২০১৯ সালে একটি দেওয়ানি মামলা করেন। এই মামলা ২০১৯ সালে থেকে ৩০/০৮/২০২২ সালে শরীফ সরদার দিং আসাদ আলী ভূঁইয়া জমিবিক্রি করেছেন বলিয়া জাল দলিল কোর্টে সাবমিট করেন। ফুলতলা সহকারী জজ আদালত খুলনা দেওয়ানি ১৬৪/২১ দলিল নং-৭৭২১ এবং এক্স আর্মি হারুন এর ৩৬ শতক জমি আত্মসাৎ এর উদ্দেশ্যে আরেকটি দলিল সম্পাদন করেন। সেই দলিল নং ৭৭২১ তারিখ ০৬/১২/৬৩ এই দলিল দুইটি একই বছরে। সম্পাদন হওয়ায় দেখা যায় যে, এটি জাল ও জালিয়াতি। এই ৭৭২১ নাম্বারের দলিলটি আজগড়া তেরখাদা উক্ত দলিল নম্বর ও ৭৭২১। আরো বলেন, এবার দেওয়ানি ১২৪/২১ সাল উল্লেখ করে সিএস খতিয়ান ১৬০৩ এ ৮ একর ১০ শতক জমি ১৯৫২ সাল ৩৪৮ ডিগ্রি উল্লেখ করে মালিক হয়ে যায় আব্দুল গফুর সরদার। সেই সুবাদে শরীফ সরদার, শহীদুল সরদার, আফরোজা বেগম, সর্বপিতা-গফুর সরদার। গ্রাম-আলকা এবং অসংখ্য জালিয়াতি মামল সিএস খতিয়ান ১৬০৩ জমির পরিমাণ ৮ একর ১০ শতক। কেসের বাদী ও স্বাক্ষীরা যেখানে যে মামলা দেখানো হয়েছে তারা একই ব্যক্তি এতেই প্রমাণিত হয় যে তারা সবাই ভূমি দস্যুর সক্রিয় সদস্য। আমরা ভূক্তভোগী ১) হাবিবা বেগম, ২) তৌহিদ মোড়ল, ৩) মোঃ সাইফুদ্দিন আহম্মেদ, ৪) নুরুজ্জামান মাস্টার, ৫) আবুল হোসেন মোড়ল, ৬) গাওসুল আজম হাদী, ৭) আব্দুল আলিম শেখ, ৮) লতিফ খান, ৯) মোহাম্মাদ আব্দুল রশিদ, ১০) সরদার ফিরোজ কবির, ১১) আব্দুল জলিল জমাদ্দার, ১২) শহীদুল ইসলাম, ১৩) আব্দুর রহমান (দামোদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর), ১৪) বিপুল বারই, পিতা-বিশ্বনাথ বারইসহ আরো অনেকে।
সর্বশেষ সাংবাদিকদের উদ্দেশ্য বলেন এই ভূমি সদ্যুদের হাত থেকে মহান আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি এবং আপনাদের একান্ত সহযোগীতা কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভূমি চক্রের হাত থেকে যথাযথ কর্তৃপক্ষ্যের মাধ্যমে নিষ্ক্রিয় পাইতে পারি তার বিহীত ব্যবস্থা করিতে মর্জি হয়। আমাদের মাননীয় এমপি ও ভূমি মন্ত্রীর কাছে ইতিমধ্যে আমরা পত্র লিখেছি এবং অসহায় পরিবার দেরকে ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের লক্ষ্য লক্ষ্য টাকার যে ক্ষতি হয়েছে আপনাদের মাধ্যমে যেন পাইতে পারি তার বিহীত ব্যবস্থা করবেন বলে আশা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এই অসহায় পরিবারদেরকে উপস্তিত হওয়ার জন্য আপনাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

শেয়ার করুন

আরো দেখুন......