1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের অভিযানে ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৫৮ কোটি টাকার সম্পদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই দফায়  অবরোধ জাফরুল ইসলাম রুবেলকে জিয়া সাইবার ফোর্স জয়পুরহাট জেলার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-০১ চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হত্যা ও বিস্ফোরক মামলার  পলাতক আসামী নুরুল হাসান লাবু’কে  গ্রেফতার করেছে র‌্যাব-৭,।  রায়কালীতে বিএনপির আলোচনা সভা: রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা গৌরনদীতে ন্যায় বিচারের দাবিতে সাবেক সেনা সদস্যর সংবাদ সম্মেলন রংপুরে দুই উপজেলায় পরীক্ষার সেন্টারে নকলের ভিডিও করায় ৬ সাংবাদিকের উপর হামলা বটিয়াঘাটার পল্লীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রক্তাক্ত জখম ১ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৪ জন দেখেছেন

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন।

শনিবার (৪ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে নবাগত পুলিশ সুপার বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে।

সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জোয়া সহ নানা সমস্যা রয়েছে।

শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন।

জনগণ যাকে চাইবেন না তার অবস্থা তার মত হবে। পুলিশ সম্পুর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সদর থানার ওসি মো. এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের, শ্রীবরদী থানার ওসি মো. আব্দুল কাইয়ুম খান, ঝিনাইগাতী থানার ওসি মো. বশির আহমেদ বাদল সহ অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেজাজ উদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাবিহা জামান শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক দত্ত সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......