শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
মো: রাশেদ আকন্দ, জেলা প্রতিনিধি, (জামালপুর):
সোমবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের বজ্রাপুর সড়ক ভবনের সামনের গেটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে রিয়াজুল ইসলাম লাভলু নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত সাংবাদিক মেহেদী হাসান বলেন, জামালপুর পৌর শহরের সড়ক ভবন কার্যালয় থেকে আমি বের হওয়ার সময় শহরের কাচারিপাড়া এলাকার রিয়াদুল ইসলাম লাভলুসহ চার-পাঁচজন অতর্কিতভাবে হামলা করে। তারা আমাকে লোহার রড, পাইপ ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় সন্ত্রাসীরা আমাকে পরে দেখে নেওয়ার হুমকিও দেয়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
এদিকে এ ঘটনায় জামালপুরের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।