প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ২:৫২ পি.এম
শবে কদরের রাত সম্পর্কে নবীজি যা বলেছেন
খলিলুর রহমান:
শবে কদরের রাত হাজার মাস থেকে উত্তম যে রাত। মহান আল্লাহ এ বিষয়ে একটি সুরা নাজিল করেছেন। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, সমাদর, খাতির। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি ‘লাইলাতুন’ অর্থ রাত্রি। শব ফার্সি শব্দ, এর অর্থও রাত্রি। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, সমাদর, খাতির।
যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করবে, অতঃপর সে রাত লাভ করার তাওফীকপ্রাপ্ত হবে, তার পিছনের ও পরের সমস্ত গুনাহ মাফ করা হবে।
Copyright © 2024 অপরাধ অনুসন্ধান. All rights reserved.