1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ কালাইয়ে নার্সিং ও মিডওয়াইফারির অবস্থান কর্মসূচি

খুলনায় সাড়ে ১৮ শ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে কৃষকের মুখে আনন্দের হাসি

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৩ জন দেখেছেন

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,ফাগুনের বাতাসে দুলছে সূর্যমুখী, সূর্যের দিকে তাকিয়ে হাসছে সূর্যমুখি ফুল । চারিদিকে হলুদ গালিচায় সৌন্দের্যের শোভা বর্ধন করছে ফাগুন রাঙা সূর্যমুখী। ফাল্গুনকে বিদায় ও চৈত্রকে স্বাগত জানাতে সূর্যটা যখন চৈত্রের রূপে অবতীর্ণ এমন প্রখর রোদের মাঝে সূর্যমুখীর পরিচর্যায় ব্যস্ত খুলনা জেলার পাইকগাছা উপজেলার আদর্শ কৃষি উদ্যোক্তা জিল্লুর রহমান টুটুল। তিনি পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের এসএম শওকত আলীর ছেলে। পরিবার পরিজন নিয়ে খুলনায় স্থায়ীভাবে বসবাস করলেও উদ্যোক্তা জিল্লুর রহমান কৃষি কাজে ব্যস্ত সময় পার করছে জন্মস্থান পাইকগাছায়। তিনি ২০১৭ সালে উপজেলা সদরের পাশেই বয়রা এলাকায় ৫০ বিঘা জমিতে মৎস্য খামার করেন। খামারে তিনি ১২টি পুকুর খনন করেন। প্রথম দিকে ৩টি পুকুরের পাড়ে তিনি কুল চাষ করেছেন। কুল থেকে তিনি প্রতিবছর ২ থেকে ৩ লক্ষ টাকা বাড়তি আয় করে থাকেন। পুকুর গুলোতে লবণ পানির চিংড়ি চাষ করায় টানা কয়েক বছর লোকসান গুনছেন। ফলে তিনি সিদ্ধান্ত নেন মিষ্টি পানির মাছ চাষ করার পাশাপাশি পুকুরের পাড়ে কৃষি ফসল উৎপাদন করে চিংড়ির ক্ষতি পুষিয়ে নিবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী চলতি মৌসুমে তিনি ৯টি পুকুরের পাড়ে ৬ বিঘা জমিতে হাইসান ৩৬ জাতের উন্নতমানের সূর্যমুখীর চাষ করেছে। ইতোমধ্যে ফুলে ফুলে ভরে গেছে প্রতিটি সূর্যমুখী গাছ। প্রথম বছরেই ভালো ফলনের আশা করছেন উদীয়মান কৃষি উদ্যোক্তা জিল্লুর রহমান,তার ন্যায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় অনেকে সূর্যমুখী চাষে এগিয়ে আসায় উপকূলীয় এ উপজেলাতে চলতি বছর সূর্যমুখীর আবাদ বেড়েছে। সাধারণ কৃষকের পাশাপাশি সরকারি পতিত জমিতে সূর্যমুখী আবাদ করতে এগিয়ে এসেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ করে ইউএনও বাংলোর পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। ইউএনও’র পাশাপাশি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে বেশ অনেকটা জায়গায় সূর্যমুখী চাষ করেছেন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। এ সব প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ জমিতে সূর্যমুখী চাষ করে চমক সৃষ্টি করেছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস বলেন, সূর্যমুখী চাষ অনেক সহজ এবং লাভ জনক। এটি একদিকে যেমন সৌন্দর্যের শোভা বর্ধন করে পাশাপাশি সূর্যমুখীর পাশে গিয়ে মানুষ প্রশান্তি লাভ করে। সরিষার চেয়ে সূর্যমুখীতে তেলের পরিমাণ অনেক বেশি, এটি কোলেস্টেরল মুক্ত। লবণ সহিষ্ণু, সেচ এবং পরিচর্যা কমলাগে। এজন্য উৎপাদন খরচ কম হয়। সূর্যমুখী স্থানীয় সরিষার মিলে মাড়াই করা যায়। সরিষা তেলের সাথে মিশিয়ে খাওয়া যায়। প্রতি ১০ লিটারে ২৫ থেকে ৩০ গ্রাম শুকনো লবণ দিয়ে সূর্যমুখী তেল সংরক্ষণ করা যায়। এসব কারণে অত্র উপজেলায় সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষিবিভাগের এ কর্মকর্তা বলেন ২০২১-২২ বছরে অত্র উপজেলায় সূর্যমুখীর আবাদ ছিল মাত্র ১০ হেক্টর। ২০২২-২৩ বছরে ১৯৩ হেক্টর। যা বর্তমান বছরে প্রায় ৩শ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। আমদানী নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বাস্থ্য সম্মত তেল ব্যবহারের জন্য উপকূলীয় অঞ্চলে সূর্যমুখীর আবাদ বাড়ানোর উপর তাগিদ দিয়ে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, আমি নিজেই সূর্যমুখী চাষ করেছি। আমাদের কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বহুমুখী ফসল উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। লবণ পানি পরিহার করে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা ফিরিয়ে আনতে সকলের প্রতি আহ্বান জানান স্থানীয় এ সংসদ সদস্য। বটিয়াঘাটার

মোহাম্মদনগর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দ রায় বলেন,আমরা দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সঠিক পূর্ব পরিকল্পনা মাধ্যমে কৃষক কৃষাণীদেরকে উদ্বুদ্ধ করে সরিষার আবাদ বৃদ্ধিসহ সরিষা সাথে সূর্যমুখীর চাষ এবং তিলের সাথে সূর্যমুখীর আবাদ সম্প্রসারণ করেছি। এতেকরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করছেন।
এবং কৃষকেরা লাভবান হচ্ছে ফলে তারা আর্থসামাজিক উন্নয়নে আবদান রাখছেন।
বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক জানান, বটিয়াঘাটা উপজেলাতে এবার ৩৯৭ হেক্টর জমিতে সুর্যমুখি চাষ হয়েছে। তারমধ্যে সুরখালী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী সরদার আব্দুল মান্নান এর নেতৃত্বে প্রায় ৩৩ হেক্টর জমিতেও চাষ হয়েছে। তবে উপজেলায় গতবছরের তুলনায় এবার ফলন অনেক ভালো। এটা লবণ সহিষ্ণু ও খরচ কম,যে কারণে লাভ অনেক বেশি। সার্বিক বিষয় খুলনা জেলা কৃষি দপ্তরের উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন,এ বছর খুলনা জেলায় সূর্যমুখি আবাদ হয়েছে ১হাজার ৮শত ৫৫ হেক্টর জমিতে । এটি লবন সহিষ্ণু।তাই উপকূলীয় খুলনা জেলার চাষের জন্য খুবই উপযোগী। তেলের আমদানি নিভরতা কমাতে এ বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খুলনা জেলায় ১৩ হাজার ৪০০ জন কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার সহায়তা দেয়া হয়েছিলো।

শেয়ার করুন

আরো দেখুন......